ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আমাদের অভাব আদর্শে আদর্শিক হবার

আমাদের অভাব আদর্শে আদর্শিক হবার

মো. ইমন >

policy’s & politics নীতি বলতে আমরা এখানে সেই ধারনাকে প্রলুব্ধ করি, যে চিন্তা বা মত বা বিমূর্ত ধারনার ওপর ভিত্তি করে যে কোন মহল,রাজনৈতিক দল,সরকার বা কোন গোষ্ঠী তাদের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত কর্মকান্ড চালিয়ে থাকে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এদেশ পিছিয়ে একেবার নয়,শুধু পার্থক্য উন্নত দেশ নীতির মাধ্যমে আরও উন্নত হচ্ছে কোন সমালোচনা ছাড়া,তাদের নীতি বিশ্ব রোল মডেল হিসেবে গ্রহন করছে,অনুশীলন করছে। আর আমাদের নীতি কতটা স্বার্থক তা বোঝা অসাধ্য নয়। মনে করুন, সরকার একটা একটা নীতি গ্রহন করল,সেটার বাস্তবায়ন করতে যারা ঐ বিষয়ের সাথে অন্তর্ভুক্ত, সেসব কর্তা বা কর্মচারীরা পুরোপুরি সংবেদনশীল নয় নীতির সঠিক বাস্তবায়নের জন্য। ঘুষ,দূর্নীতির বন্ধন এদের পিষ্ঠে ধরেছে। ভোট তো সরকারের দরকার,মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নয়। তো এক নম্বর ইটের জায়গায় তিন নম্বর ইট দিলে সেটার দায়বদ্ধতা সরকারেরই পড়ে,বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নয়। লক্ষ্য করবেন,বহু প্রোযেক্ট বাস্তবায়নকারী বিদেশী কোম্পানিরা ৫০ থেকে ১০০ বছর গ্যারান্টি দিয়ে করে থাকে,সেখানে দেশীয় ঠিকাদারদের কাজ, আজ করলে কালকেই সমালোচনায় পরিনত হয়। তাহলে উল্লেখিত বিষয়ে আরও কতটা সংবেদনশীল ও যত্নশীল সরকারের হওয়া উচিত সেই বিষয়ে দৃষ্টি আকর্ষন করলাম। ইতোমধ্য বর্তমান সরকার যতটা উন্নয়ন করেছে,তা প্রশংসা ও গর্বের বিষয় সর্বকালে,সর্বসমাজে, সর্বমহলে।

রাজনীতি……..অর্থাৎ এই নীতি হল সুনির্দিষ্ট আর্দশের ভিত্তিতে, নির্দিষ্ট এবং জনকল্যানের উদ্দেশ্য,বিষেশ মহল নয় বরং সর্ব শ্রেণির লোকের উন্নয়নের জন্য পরিচালিত নীতি। রাজনৈতিক প্রজ্ঞা ব্যতিত উন্নয়ন অকল্পনীয়,যদিও বিশজন বিজ্ঞানী সমান একজন রাজনীতিবিদ। তবুও ভাবুন বঙ্গবন্ধু মুজিবের জন্ম না হলে আজ আমাদের এই মুক্ত চিন্তা করার সুযোগ হত না,পএিকায় কলাম প্রকাশের সুযোগ হত না,আমরা হতাম হকার পাকিস্তানের policy এর কাছে। এক মুজিব বা এক শেখ হাসিনা কোন রাজনৈতিক আর্দশের ওপর পরিচালিত হয়ে বঙ্গদেশকে আজকের বাংলাদেশ করে তুলেছেন? আমরা যদি আমাদের তাদের উত্তরসূরি মনে করি তবে আমাদেরও সেই মুজিবের মত স্বচ্ছ,জনগনের প্রতি সংবেদনশীল, শেখ হাসিনার মত জনগনকে বুকে টেনে নিতে হবে,নিজের ব্যক্তিস্বার্থ নয়,দেশের সামগ্রিক উন্নয়ন চিন্তা করতে হবে। এজন্য সুকৌশল, দক্ষ প্রযুক্তি,মানসম্মত শিক্ষা,কৃষি ও শিল্প বিপ্লব ঘটাতে হবে। আর্দশের আমাদের অভাব নেই,অভাব আদর্শে আদর্শিক হবার। তাই সঠিক আদর্শে আদর্শিক হয়ে নীতি ও রাজনীতিকে এগিয়ে নিয়ে গড়তে হবে বঙ্গবন্ধুর সোনার,ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ,শেখ হাসিনার ভিশন ২১ এ ডিজিটাল বাংলাদেশ,মিশন ৪১: এ উন্নত বাংলাদেশ…….. nothing is impossible……. ..।

……………………………………………………………………………..

লেখক > মো. ইমন, শিক্ষার্থী , মঠবাড়িয়া সরকারি কলেজ ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...