ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নাজিরপুরে স্কুল ভবনের ছাদ ধসের আতংকে আকাশের নিচে পাঠদান !

নাজিরপুরে স্কুল ভবনের ছাদ ধসের আতংকে আকাশের নিচে পাঠদান !

মো. খালিদ আবু, পিরোজপুর >
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের ছাদের পলেস্তরা খসে এক শিক্ষক সহ ৫ শিক্ষার্থী আহত হওয়ার পর প্রাণহানীর আশংকায় শিক্ষার্থীর পাঠদান চলছে খোলা আকাশের নিচে। মারাত্মক আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের ১১নং উত্তর গাওখালী আমভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। সরেজমিনে ওই বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয়টির ভবন অত্যন্ত জরাজির্ন। ভবনের প্রতিটি কক্ষের দেয়াল ও ছাদের প্লাষ্টার ভেঙ্গে বেঞ্চের উপর সহ নিচের মেঝেতে পড়ে আছে। বিদ্যালয়ের ভবনের পাশে খোলা জায়গায় তাবু দিয়ে পাঠদান চলছে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম। উপস্থিতি কম হওয়ার কারন জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বেপারী জানান, গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদ সহ এর ভীমের প্লাষ্টার ভেঙ্গে পঞ্চম শ্রেণীর কক্ষে পাঠদানরত শিক্ষক সুধির রঞ্জন মন্ডল সহ ওই শ্রেণীর একই বেঞ্চের ৫ ছাত্র আহত হয়। এর মধ্যে গুরুতর আহত মো. হাসান হাওলাদারকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার পর আতংকে শিক্ষার্থীদের উপস্থিতি কম। গুরুতর আহত ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধী মো. হাসান হাওলাদারের অসহায় বৃদ্ধ পিতা মো. ছিদ্দকুর রহমান জানান, তার পুত্রের অবস্থা আশংকা জনক। তার উন্নত চিকিৎসার জন্য খরচ বহন করার মত কোন সম্বল তার নেই। ভিটেবাড়ি বিক্রি করেই চিকিৎসা দিতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি শুনে ওই ছাত্রের চিকিৎসার জন্য অভিভাবকের কাছে গতকাল সোমবার ১০ হাজার টাকা প্রদান করেছেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন মাঝি জানান, ১৯৯৪ সালে নির্মিত ওই ভবনটি অত্যন্ত জরাজির্ন ও ঝুঁকিপূর্ন । ভবনটি সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষে কাছে আবেদন করেও কোন ফল না হওয়ায় ওই ভবনেই ক্লাস নিতে হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...