ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনার ডৌয়াতলায় সড়কে সবজির হাট !

বামনার ডৌয়াতলায় সড়কে সবজির হাট !

মনোতোষ হাওলাদার, বামনা(বরগুনা) >
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে প্রতি হাটের দিন বামনা-পাথরঘাটা মহাসড়কের দুই পাশ দখল করে বসে সবজি সহ বিভিন্ন পণ্য সামগ্রী সামগ্রী বিক্রয়ের হাট। এতে চরম দুর্ভোগে পরে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, পথচারী ও যানবাহনের চালকরা।
সরেজমিনে গত রবিবার ডৌয়াতলা হাটে গিয়ে দেখাগেছে, ডৌয়াতলা বাজারে কাঁচামাল বিক্রয়ের জন্য বাজার কর্তৃপক্ষ আলাদা কোন স্থান নির্থারণ করে না দেওয়ায় হাটের দিন মহাসড়কের দুই পাশে সবাজি সহ বিভিন্ন সামগ্রী বিক্রীর জন্য বসে বিক্রেতারা। প্রতি সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার সড়কের দুই পাশে এভাবে অস্থায়ী দোকান বসার কারণে মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রাস্তা দখল হওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ঢেলাঢেলী করে যেতে হয় তাদের প্রতিষ্ঠানে।
এব্যাপারে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক খান বলেন, কাঁচামাল বিক্রয়ের জন্য হাটের দিন স্কুল গামী শিক্ষার্থীরা ভীড় ঢেলে বিদ্যালয়ে আসে। ফলে প্রায়ই ইভটিজিং এর মতো অপরাধ ঘটে। দ্রুত এই কাঁচাবাজার স্থানান্তর না হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাটের দিনে বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যেতে পারে।
এ ডৌয়াতলা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, পূর্বে এই কাচাঁমাল বিক্রয়ের জন্য একটি স্থান ছিলো। স্থানীয় ভুমি অফিস ওই স্থানে বাউন্ডারী ওয়াল করায় দোকানীরা বাধ্যহয়ে রাস্তার দুই পাশে ভাসমান দোকান বসায়। তিনি আরও বলেন, ইউনিয়ন ভুমি অফিস রাস্তা ঘেষে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় কাচামাল বিক্রেতারা সড়কের দুইপাশে বসতে বাধ্য হচ্ছে । উপযুক্ত স্থান না থাকায় তাদেরকে সরিয়ে নেওয়ার যাচ্ছে না ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...