ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(১১ ফেব্রুয়রিী) দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে তুষখালী ও ধানীসাফা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাচ্চু মিয়া আকন, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন।
সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি দিনভর বাছাই তালিকায় অন্তর্ভূক্তদের সাক্ষাতকার গ্রহণ করেন। এসময় যাচাই-বাছাই কমিটির সদস্য জেলা প্রতিনিধি এমএ রব্বানী ফিরোজ, গোলাম রহমান কামাল আকন, শরীফ আলমগীর হোসেন, এমএ লতিফ হাওলাদার উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান, আফজাল হোসেন, মজিবুর রহসান মুন্সী, লুৎফর রহমান, ফরিদ উদ্দিন, ফারুকউজ্জামান, আঃ আজিজ গোলদার, হাবিবুর রহমান প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, মঠবাড়িয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...