ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পিরোজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পিরোজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

পিরোজপুর প্রতিনিধি >

মহান ২১’ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশসান ব্যাপক কর্মসুচি গ্রহন করেছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে পিরোজপুর জেলা প্রশসাক কার্যালয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশসাক মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে সভায় পিরোজপুরে আগামী ২১’শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মসুচি সুন্দর ভাবে পালনের বিষয়ে সভায় আলোচনা করেন, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, উন্নয়নকর্মী জিয়াউল আহসান, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মো. তোফায়েল হোসেন শহীদ দিবসের কর্মসুচি ঘোষনা করেন।

কর্মসুচির মধ্যে রাত ১২-০১ মিনিটে শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, ২১’র তাৎপর্য তুলে ধরে কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা, তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভূক্ত রয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...