ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - যারা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানবে তারাই পৃথিবীতে সভ্য জাতি : ফুরফুরা শরীফের পীর

যারা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানবে তারাই পৃথিবীতে সভ্য জাতি : ফুরফুরা শরীফের পীর

মঠবাড়িয়া প্রতিনিধি >

ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব শাইখ আবু বকর আ:ব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী বলেছেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সভ্যতার দ্বারা। আল্লাহ হযরত আদম (আঃ) কে সভ্যতা দিয়ে পাঠিয়েছেন। মানুষ কখনও অসভ্য ছিলনা। এক শ্রেণীর মানুষ বনে বাদারে নেংটা-উলঙ্গ জীবন যাপন করত তাদেরকে অসভ্য জাতি বলা হতো। এই নেংটা ও উলঙ্গ পনা এখন যারা সভ্যতার দাবি করে তাদের মধ্যে বিস্তার লাভ করেছে। সভ্যতার মধ্যে থেকেও তারা অসভ্য। যারা আল্লাহর বিধানের বাইরে তারাই অসভ্য। অসভ্যতার কারন হলো ইসলামের পরিপূর্ণতার অভাব। যারা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভারে মানবে তারাই সভ্য। আমরা কুরআনের কিছু মানি কিছু মানিনা। এজন্যই পৃথিবীতে লাঞ্চিত অপমানিত হচ্ছি।
শনিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ বায়তুল আমান জামে মসজিদ আয়োজিত বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন।

পীর সাহেব আরও বলেন যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। একদল লোক বলে বেড়ায় আল্লাহর ক্ষমতা নবীকে দিয়েছেন নবীর ক্ষমতা এখন বাবার কাছে। এই আকিদা যারা পোষন করে তারা মুশরিক। তিনি পবিত্র কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটিতে আবার ফিরে যেতে হবে, আবার এমাটির মধ্য থেকে পূনরায় জীবিত করা হবে। তাই আমাদের পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে।

মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মাহফিলে আরও ওয়াজ করেন, নেছারাবাদ দরবার শরীফের মাওলানা কাজী মো. নুরুজ্জামান, মাওলানা আবদুল্লাহ আল-মামুন ও মাওলানা মো. রুহুল আমীন প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...