ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন তিন দিনের প্রতিবাদ কর্মসূচি

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন তিন দিনের প্রতিবাদ কর্মসূচি

মঠবাড়িয়া প্রতিনিধি >

সিরাজগঞ্জের শাহাজাদপুরে সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েয়ে। আজ রবিবার মঠবাড়িয়া পৌরসভার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে শহীদ মিনার চত্বরে প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, সামসুদ্দোহা প্রিন্স, জুলফিকার অমীন সোহেল, রোকনুজ্জামান শরীফ, শিবাজী মজুমদার শিবু, শাকিল আহমেদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় সমাবেশে সাংবাদিকরা আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিত জানিয়ে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ, সোমবার মঠবাড়িয়ার সাংবাদিকদের কলম বিরতি, মঙ্গলবার স্মারকলিপি পেশ ও নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাবে দোয়া-মিলাদ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...