ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু : ৪৭ স্কুল ৪৮ মাদ্রাসায় ২ হাজার ৮১১জন পরীক্ষার্থী

মঠবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু : ৪৭ স্কুল ৪৮ মাদ্রাসায় ২ হাজার ৮১১জন পরীক্ষার্থী

শিক্ষাঙ্গন প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এবার চারটি পরীক্ষাকেন্দ্রে উপজেলার ৪৭ টি মাধ্যমিক স্কুল ও ৪৮ মাদ্রাসার মোট ২ হাজার ৮১১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এবার এসএসসি পরীক্ষা নির্বঘœ ও সুষ্ঠু করতে উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্র গুলো মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশন মূলকেন্দ্র ও ভেন্যু হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭১৫ পরীক্ষার্থী, মিরুখালী স্কুল এ- কলেজ পরীক্ষা কেন্দ্রে ২৩৫ পরীক্ষার্থী, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ৩৮০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে । মোট ১হাজার ৬৮২ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক স্কুলের ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
অপরদিকে মাদ্রাসা পর্যায় টিকিকাটা নূরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ৭৫৩ পরীক্ষার্থী ও বাদুরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৬ পরীর্থী অংশ নিচ্ছে। মোট ১হাজার ১২৯ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত রয়েছে।
মঠবাড়িয়ার পরীক্ষা কেন্দ্র সচিব স্থানীয় আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ বেপারী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ২ হাজার ৮১১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...