ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ২০ বছর পর বামনা উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন নূরুল হক সভাপতি, মোশাররফ সম্পাদক

২০ বছর পর বামনা উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন নূরুল হক সভাপতি, মোশাররফ সম্পাদক

বামনা প্রতিনিধি > বরগুনার বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি স্কুল এ- কলেজের শিক্ষকরা সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বামনা সদর আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ১৭টি পদের বিপরীতে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ১৯৯৬ প্রথম বামনা উপজেলা শিক্ষক সমিতি গঠন করা হয়। এরপর আর কোন গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে উপজেলার শিক্ষকদের মাঝে নানা বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। তবে আজ বৃহস্পতিবার সরাসরি ব্যালটের মাধ্যমে শিক্ষকরা এই প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্য উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন করেন।
এতে সভাপতি পদে হলতা ডৌয়াতলা বহমুখি সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল হক খান ৭৬ ভোট পেয়ে সভাপতি, বুকাবুনীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জি সহ-সভাপতি ও বামনা সারওয়ারজান মডেল স্কুল এণ্ড কলেজের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে ১৪৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বামনা সারওয়ারজান মডেল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...