ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল > মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলায় সেরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল > মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলায় সেরা

মঠবাড়িয়া প্রতিনিধি > প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫ এর বৃত্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় মঠবাড়িয়ার ১৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মঠবাড়িয়া পৌর শহরের ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এবার উপজেলায় বৃত্তি পরীক্ষায় মোট ৫৩টি ট্যালেন্ট পুলে বৃত্তি ও ১২৪টি সাধারণ বৃত্তি পেয়েছে পরীক্ষার্থীরা । এর মধ্যে ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৩২টি ট্যালেন্টপুলে ও ১২টি সাধারন বৃত্তি অর্জন করেছে।
উল্লেখ্য প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি উপজেলার সেরা প্রতিষ্ঠানের কৃতিত্ব ধরে রাখছে।
এ বিষয়ে ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম বলেন, নিয়মিত শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে উপস্থিতি ও শিক্ষকদের যথাযথ নিয়মে পাঠদানসহ নিয়মিত মূল্যায়ন পরীক্ষা নেওয়ার ফলে প্রতিবছর এ বিদ্যালয় বৃত্তির ফলাফল সন্তোষজন হয়ে আসছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...