ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্বরূপকাঠীতে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্বরূপকাঠীতে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের স্বরুপকাঠী (নেছরাবাদ) উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে দুই লক্ষ মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চড় গড়া ও ১টি বেন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্তÍ সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের পেটি অফিসার আমীর হোসেন জানান, ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় নদী থেকে মাছ ধরার সময় দুই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ হাজার মিটার চর গড়া ও একটি বেন্দি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৮৫ লক্ষ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের উপস্থিতিতে ফেরিঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...