ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই পক্ষে উত্তেজনা, ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১

মঠবাড়িয়ায় দুই পক্ষে উত্তেজনা, ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দেশিয় অস্ত্রের মহড়ায় ব্যবসায়ীসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে উপজেলার দধিভাঙ্গা বাজারে বিবাদমান দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় দেলোয়ার মাতুব্বর (৫৫) নামে একজনকে আটক করে। তার নিকট হতে একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দধিভাঙ্গা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিজি ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুন্সীর নেতৃত্বে তার দলবল দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাতের সমর্থকরা তাদের ধাওয়া করে দেলোয়ার মাতুব্বর নামের একজনকে ধারালো চাপাতি ও রামদাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...