ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ইউএনওর মামলা

বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ইউএনওর মামলা

 

বরগুনা প্রতিনিধি >
বরগুনার বামনায় সরকারী কাজে বাধাদানের অভিযোগ এনে সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, শিক্ষকসহ ১১ জনের নামে মামলা দায়ের করেছেন। বামনার সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার সোমবার রাতে বামনা থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার বাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা গত শনিবার কর্মস্থল হতে বরিশালে বদলী হয়ে যান।
মামলায় ৪ নম্বর ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, ডৌয়াতলা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল হক খানসহ ১১ জনের সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে ডৌয়াতলা বাজার সংলগ্ন মহাসড়কের পাশে ভূমি অফিসের পুকুরে এডিপির অর্থায়নে পুকুরের নির্ধারিত স্থানে ঘাটলা মির্মাণ না করে পুকুরের অন্য স্থানে ঘাটলা নির্মাণ করলে ইউএনও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায় বিক্ষুব্দ জনতা ইউএনওর গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ভূমি অফিসের পুকুরের যে স্থানে একটি পুরানো ঘাটলা ছিলো সেই স্থানেই স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, মুসুল্লীদের জন্য ও বাজারের লোকজনের পানি ব্যবহারের সুবিধার্থে জনস্বার্থে ঘাটলা নির্মাণ করতে গেলে বদলীকৃত ইউএনও মহোদয় বাধা দেন। এরপর আমি কাজ বন্ধ করে দেই। আমিসহ অভিযুক্ত কেহই গাড়ী লক্ষ করে ইট নিক্ষেপ করেনি। ইউএনওর নির্দেশে ইউএনওর গাড়ির চালক গাড়ির গ্লাস ভেঙ্গেছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানান।

ডৌয়াতলা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খান জানান ইউএনও সাহেব আমার বিদ্যালয়ের নামের জমি অবৈধ ডিসিয়ার বন্দোবস্ত দিয়ে ঘর উঠানোর পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করলে আমি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করি। বিদ্যালয়ের স্বার্থে করা এ প্রতিবাদ কর্মসূচির কারনে ইউএনও আমাকেসহ আমার ব্যিালয়ের শিক্ষক ও আমার বংশের লোকজনদেরকে আসামী করেছে।
এ বিষযে বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন মামলার সত্যতা নিম্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...