ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় শিক্ষক ও সেনা সদস্যর বাড়িতে ডাকাতি : ১২ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়ায় শিক্ষক ও সেনা সদস্যর বাড়িতে ডাকাতি : ১২ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার আন্ধারমানিক গ্রামে গতকাল শুক্রবার গভীর রাতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল দুই ঘরের জানালা ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার, টাকাসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে মঠবাড়িয়া উপজেলা সদর ই্উনিয়নের আন্ধারমানিক গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবুল হোসেন হাওলাদারের ঘরের জানালা ভেঙে ১২-১৫ সদস্যের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তিন ভরি স্বর্ণালংকার নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসেটসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল লুট করে। পরে ডাকাতদল রাত দেড়টার দিকে একই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নূরুল ইসলাম হাওলাদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তাকে বেঁধে ফেলে। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২২ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদল গৃহকর্তার ছোট ভাই রফিকুল ইসলাম হালাদারকে মারধর করে আহত করে।

গৃহকর্তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০) জানান, তাঁর দেবর রফিকুল ইসলাম এক সপ্তাহ আগে বিয়ে করেন। শুক্রবার তার স্ত্রীকে তুলে নিয়ে আনা হয়। এ সময় বাড়িতে আত্মীয় স্বজনরাও ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটায়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের ছত্তার হাওলাদারের দুই ছেলে বাবুল হাওলাদার (৪৫) ও বেল্লাল হাওলাদারকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

> প্রতীকি ছবি

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...