ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা : উভয় পক্ষে আহত-৫

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা : উভয় পক্ষে আহত-৫

 
মঠবাড়িয়া প্রতিনিধি >

সম্প্রতি ঝালকাঠির স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আপন তিন সহোদরসহ উভয়পক্ষের ৫জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়ার মিরুখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২১ নভেম্বর ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকার মুসলিম গিনি হাউস নামে একটি স্বর্ণের দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মঠবাড়িয়ার পলাশ নামের একজনকে গ্রেফতার করে। ওই ডাকাতির ঘটনায় মঠবাড়িয়ার আরও কয়েকজন জড়িতদের রয়েছে পুলিশের কাছে তথ্য দেয়ার অভিযোগ তুলে স্থানীয় দাউদখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয় ওই গ্রেফতারকৃত ডাকাতের স্বজনরা। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়ার মিরুখালী বাজারে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে খোকন, রাসেল, মাহাবুব, শাহ আলমসহ ৮/১০ জনের একটি দল যুবলীগ নেতা শহিদুল ও তার ভাইদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শহিদুল পালিয়ে যেতে সক্ষম হলেও তার আপন ভাই ফরিদ উদ্দিন চুন্নু (৪৬), আলমগীর হোসেন (৪৪), নাসির উদ্দিন বাচ্চু (৪৮) আহত হয়। এসময় প্রতিপক্ষের আলতাফ হোসেন খোকন (৪৫), দুলাল হোসেন(২৫)নামে আরও দুই জন হন। উভয় পক্ষের আহত পাঁচজনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...