ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নেছার উদ্দিন শহরের শেখ পাড়া এলাকার মৃত.হাবিবুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৫ সালের ১৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে নেছার উদ্দিন শেখকে ৫১০ পিস ইয়াবাসহ শহরের মাছিমপুর এলাকা থেকে র‌্যাব -৮ সদস্যরা গ্রেফতার করে। পরে পিরোজপুর সদর থানায় র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছর ৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন। আসমী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম শাহ আলম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...