ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

ভাণ্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ জাকির হোসেন হাওলাদার (৩৫) ও আল আমীন (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইকড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামের মেনহাজ উদ্দিন হাওলাদারের ছেলে ও আল আমীন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে দুই ব্যক্তি দুই লাখ টাকার জাল নোট এনে মজুদ রেখেছে- এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ইকড়ি গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আটক জাকিরের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের আলমারিতে রাখা ৫০০ টাকার ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...