ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় বসতঘর গুড়িয়ে প্রতিপক্ষ পরিবারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ! অভিযুক্ত দুইজন গ্রেফতার

ভান্ডারিয়ায় বসতঘর গুড়িয়ে প্রতিপক্ষ পরিবারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ! অভিযুক্ত দুইজন গ্রেফতার

 

খালিদ আবু, পিরোজপুর >

বসতি জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়ার রাজপাশা গ্রামে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পতিপক্ষ সন্ত্রাসীরা মো, হান্নান মুন্সীর পরিবারের বসত ঘর ভেঙে তছনছ করে। পরে পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে প্রতিপক্ষ। বুধবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ আজ বৃহস্পতিবার আজিজুল হক ও শামসুল হক ফরাজীর স্ত্রী নাছিমা বেগমকে গ্রেফতার করেছে।
এদিকে এ হামলায় পরিবারটি বসতঘর মালামাল সম্পূর্ণ তছনছ হয়ে যায়। বসতঘর থেকে উচ্ছেদ হয়ে নির্যাতিত গৃহহীন পরিবারটি বুধবার দুপুর থেকে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

হামলার শিকার মো. হান্নান মুন্সীর স্ত্রী নির্যাতিত গৃহবধূ পারুল বেগম অভিযোগ করেন, তার স্বামী হান্নান মুন্সী পেশায় দর্জি। সে ২০১৫ সালে পৈত্রিক জমিতে ঘর তুলে ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছিল। রাজপাশা গ্রামের প্রতিপক্ষ নুর মোহম্মদ ফরাজীর ছেলে আবদুস ছালাম, মকবুল ফরাজীর ছেলে রুহুল ফরাজী ও আজিজুল হক, শামসুল হক ফরাজীর ছেলে এমাদুল ফরাজীর মিলে দীর্ঘদিন ধরে হান্নান মুন্সীর পরিবারটিকে ভিটা ছাড়া করতে হুমকী দিয়ে আসছিল। এ নিয়ে ওই পরিবারটি আদালতে একটি মামলাও দায়ের করে।
বুধবার সকালে প্রতিপক্ষদেও নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল দাও, শাবল, লাঠি সোটা নিয়ে হান্নান মুন্সির বসত ঘর ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেয়। সন্ত্রসীরা পরিবারপির মালামাল ভাংচুর করে। এসময় গৃহবধূ পারুল বেগমকে গাছের সঙ্গে বেঁধে নির্দয়ভাবে মারধর করে। এমনকি সন্ত্রাসীরা গলায় ফাঁস লাগিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায় । তখন তার ছেলে স্কুল ছাত্র পলাশ ও তার বৃদ্ধা মা রাবেয়া বেগম ছুটে গেলে তাদেরকেও গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন চালায় হামলাকারীরা। এ ঘটনার সময় এলাকাবাসী ও পথচারীরা দূর থেকে দাড়িয়ে এ সন্ত্রাসী হামলা দেখলেও কেউ বাঁধা দিতে সাহস পায়নি।
প্রতিপক্ষ ঘর ভেঙে ফেলার সময় তাদের ঘর থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয় বলে নির্যাতিত পারুল বেগম অভিযোগ করেন।

এ ঘটনায় পারুল বেগম বাদী হয়ে আজ বৃহস্পতিবার ছয় জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দয়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত মকবুল ফরাজীর ছেলে আজিজুল হক এবং সামসুল হকের স্ত্রী নাছিমা বেগমকে গ্রেফতার করেছে। এ ঘটনার পর অভিযুক্ত হামলাকারীরা গা ঢাকা দিয়েছে।
এদিকে গৃহহারা হয়ে নির্যাতিত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কবির হোসেন বলেন, হামলা ও ঘরবাড়ি ভাংচুরের বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে বসতির জমি নিয়ে দুই পক্ষ হতেই আদালতে পৃথক দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. কামরুজ্জামান তালুকদার হামলা ও বসতঘর থেকে পরিবার উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় নির্যাতিত পরিবারটি একটি মামলা দায়ের করেছে। তাৎক্ষনিকভাবে হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদেও গ্রেফতারে পুশি চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...