ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় আদালতে দণ্ডিত দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মঠবাড়িয়ায় আদালতে দণ্ডিত দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি চেক জালিয়াতি মামলায় আদালতের রায়ে দ-িত খলিলুর রহমান (৫৫) ও সামসুল হক (৫৫) নামে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই মাদ্রাসা শিক্ষক চেক জালিযাতি মামলায় আদালতে ছয় মাসের কারাদ-ে দ-িত হওয়ার পরা পলাতক ছিল। মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক আবুল হাসান ও মাহাবুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণ বন্দর ও সাপলেজা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে। আজ বুধবার পুলিশ দ-িতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

থানাসূত্রে জানাগেছে, তাফালবাড়িয়া হাসানিয়া আলীম মাদ্রাসার সুপার খলিলুর রহমান ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক সামসুল হকের বিরুদ্ধে আদালতে একটি চেক জালিয়াতি মামলায় ২০১৪ সালে আদালত কর্তৃক ছয় মাসের কারাদ-ে দ-িত হয়ে পলাতক ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিম্চিত করে জানান, ২০১৪ সালের একটি চেক জালিয়াতি মামলায় পিরোজপুর যুগ্ম দায়রা জজ আদালত কর্তৃক ওই দুই মাদ্রাসা শিক্ষকের প্রত্যেককে ছয় মাসের দ- ও দুই লাখ পয়ষট্টি হাজার তিনশ একাশি টাকা জরিমানা করে আদালত। দ-িতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...