ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আঁখি আহত

পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আঁখি আহত

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সদর উপজেলার তেজদাসকাঠী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী আমিনা রহমান আঁখি গুরুতর আহত হয়েছে। তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার তেজদাসকাঠীতে এ ঘটনা ঘটে। রাতে হাসপাতালের বেডে আহত ছাত্রী আমিনা রহমান আঁখি সাংবাদিকদের কান্না জড়িত কণ্ঠে জানায়, কলেজ ছুটির পর বিকাল ৩ টার দিকে বাড়ি ফেরার পথে চলিশা বাজারের কাছে তিন জন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে তার পথ রোধ করে। কোন কিছু বোজার আগেই হেলমেট পড়া দুই দুর্বৃত্ত তার দুই হাত ধরে পিছমোড়া করে রাখে। এ সময় তার সাথে ধস্তা ধস্তি শুরু হয়। তারা তাকে চড়-থাপ্পর মারতে থাকে ও এক পর্যায়ে তারা ছুড়ি দিয়ে আঘাত করলে আখি হাত দিয়ে বাধা দিলে তার হাতে ছুড়ির কোপ লাগে। এ সময় চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটর সাইকেলে পালিয়ে যায়। তবে মাথায় হেলমেট থাকার কারনে আখি কাউকে চিনতে পাড়েনি বলে জানায়।
হাসপাতালে কলেজ ছাত্রী আখির পিতা আনিসুর রহমান জানান, তেজদাসকাঠী এলাকার আঃ জলিল মোল্লার ছেলে স্বজল মোল্লা অনেকদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। তিনি বলেন, স্বজলই তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা থানায় গিয়ে মামলা দিতে চাইলে পুলিশ প্রথমে মামলা নিতে অপরাগতা জানালেও রাতেই কয়েকটি টিভি চ্যানেলের স্ক্রলে ঘটনাটির লেখা দেখে থানা পুলিশ হাসপাতাল থেকে তাকে থানায় ডেকে এনে তেজদাসকাঠী এলাকার আঃ জলিল মোল্লার ছেলে স্বজল মোল্লার নাম সহ অজ্ঞাত ২ জনকে আসামী করে একটি মামলা গ্রহন করেছে বলে জানান আখির পিতা আনিসুর রহমান।
রবিবার রাতেই জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান হাসপাতালে কলেজ ছাত্রী আখিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, তিনি জেলা প্রশাসনের সাথে কথা বলে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করবেন। তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনে তাৎক্ষনিক আখিকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। অধ্যক্ষ আরও জানান, সম্প্রতি মুলগ্রাম, তেজদাসকাঠী এলাকার বেশ কিছু বখাটে কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করার খবর তার কাছে আসে। তিনি অভিযোগটি লিখিত আকারে থানা সহ প্রশাসনের কাছে জানালেও উল্লেখযোগ্য কোন ব্যবস্থা গ্রহন হয়নি। যার কারনে এ ধরনের একটি অপ্রিতিকর ঘটনা ঘটেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাষ রাতে সাংবাদিকদের জানান, খবর জেনে সাথে সাথে তিনি এস আই বিপ্লবকে ঘটনাস্থলে পাঠান। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এস আই বিপ্লব ঘটনাস্থল ও আশপাশে খোজ নিয়ে ঘটনার কোন সঠিক তথ্য পায়নি। তাই খোজ খবর নিয়ে এবং লিখিত অভিযোগ এলে মামলা নেবেন বলে জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...