ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে অনুমোদন ছাড়া গাছ কেটে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান !

পিরোজপুরে অনুমোদন ছাড়া গাছ কেটে বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান !

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্ময় কমিটির সভায় উত্থাপিত হয়েছে। জানা গেছে পিরোজপুর পল্লীবিদ্যুৎ থেকে সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারন করতে গেলে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে থাকা কয়েকটি গাছ কাটার প্রয়োজন দেখাদেয়। এ জন্য পল্লীবিদ্যুৎ থেকে সিকদার মল্লিক ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি আবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বিদ্যুতের লাইন সম্প্রসারনের জন্য ৪ টি গাছ কাটার বিষয়ে রেজুলেশন করে জমা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নির্দেশ দেন। জানাগেছে রেজুলেশন হবার আগেই চেয়ারম্যন শহীদুল ইসলাম শহীদ প্রায় ১৬টি গাছ কেটে ফেলেছে। স্থানীয় ইউপি সদস্য রফিক হাওলাদার জানান, চেয়ারম্যান শহীদুল ইসলামের নির্দেশে তিনি গাছ কেটেছেন। গাছ কাটার বিষয়ে গত রবিবার বিষয়টি উপজেলা উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করেছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক। এর আগে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ ইউনিয়নের মিরুয়া সড়কের পাশে থাকা ৪ টি গাছ ও টেক্সটাইল-কচুয়া সড়কের পাশে থাকা ২ টি বড় গাছ কেটে বিক্রি করেন।
এ ব্যাপরে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, বিষয়টি উপজেলা উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করার পর তিনি জানতে পারেন। তিনি বলেন, দ্রুত তিনি তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...