ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এমপির সামনে বুকে হাত রেখে সেটেলমেন্ট কর্মচারীদের ঘুষ না খাওয়ার শপথ

মঠবাড়িয়ায় এমপির সামনে বুকে হাত রেখে সেটেলমেন্ট কর্মচারীদের ঘুষ না খাওয়ার শপথ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ সাধারণ মানুষের হয়রাণির নানা অভিযোগ ওঠে। আজ রবিবার স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী ভূক্তভোগিদের অভিযোগ পেয় আকস্মিক উপজেলা সেটেলমেন্ট অফিসে হাজির হন। তিনি ভূমি মালিকদের কাছ থেকে উৎকোচ গ্রহণ জমির পর্চা রেকর্ড ও ৩০ ধারায় সাধারণ মানুষকে হয়রানী করাসহ দালালদের তৎপরতা প্রত্যক্ষ করেন। এসময় তিনি সহকারী সেটেলমেন্ট অফিসার এস, এম ফারুক উজ্জামানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের বুকের উপর হাত রেখে আর ঘুষ গ্রহণ না করা , সেটেলমেন্ট অফিসে দালালদের প্রশয় না দেয়াসহ বিভিন্ন দুর্নীতি থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করেন। সংসদ সদস্য এসময় কর্মকর্তা কর্মচারীদের বুকে হাত দিয়ে শপথ পড়ান।

এ বিষয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার এস.এম ফারুক উজ্জামান এম,পির উপস্থিতিতে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ অফিসকে ঘুষ-দুর্নীতি ও দালাল মুক্ত ঘোষণা করে জনগণের সেবক হিসেবে কাজ করতে শপথ নিয়েছি।
স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি বলেন, নাগরিক সেবামূলক সকল প্রতিষ্ঠানগুলো ঘুষ ও দালাল মুক্ত করার সকল উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেখানে ঘুষ ও দুর্নীতি চলবেনা।

তিনি আরও জানান, ইতিমধ্যে তাঁর উদ্যোগে সেটেলমেন্ট অফিসের হয়রাণি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...