ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ১০ টাকার চালে অতিরিক্ত টাকা ! মঠবাড়িয়ায় এমপির নির্দেশে ডিলারের ঘরে তালা

১০ টাকার চালে অতিরিক্ত টাকা ! মঠবাড়িয়ায় এমপির নির্দেশে ডিলারের ঘরে তালা

 

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত দরিদ্রের মাঝে ১০টাকা মূল্যে ৩০কেজি চাল বিক্রিতে ওজনে কম দেয়া, অতিরিক্ত অর্থ আদায় এবং চাল বিক্রি না করে কার্ডদারীদের ফিরিয়ে দেয়াসহ ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ডিলারের দোকানে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।

আজ শুক্রবার দুপুরে মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বরওয়ার্ডের হত দরিদ্র শতাধিক বিক্ষুদ্ধ কার্ডধারীরা সংশ্লিষ্ট ডিলারের কাছে চাল না পেয়ে ডিলারের দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে হয়রাণির শিকার দরিদ্ররা স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর কাছে সংশিলষ্ট ডিলারের বিরুদ্ধে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ করেন। পরে এমপির নির্দেশে মঠবাড়িয়া থানা পুলিশ সদর ইউনিয়নের ডিলার জাকির হোসেন পন্ডিতের দোকানে তালাবদ্ধ করে দেয়। এ সময় পুলিশের খবর পেয়ে দোকান বন্ধ করে ডিলারের সহকারী আনোয়ার হোসেন ও রিপন পালিয়ে যায়।

মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কার্ড নম্বর – ৩৪১ ইদ্রিস ফকির, ৩৬০ শ্যামল, ৩৬৯ সুশীল, ৩৭৫ হামিদ খলিফা, ৩৬১ মিনতি, ৩৪৪ লক্ষী রানী, ৩৪৫ অর্পণা ও ৩৭৫ আবদুল লতীফ হাওলাদার অভিযোগ করেন, ডিলারের কাছে কার্ড নিয়ে চাল কিনতে গেলে গত সেপ্টেম্বর মাসের চাল না দিয়ে চলতি অক্টোবর ১মাসের চাল দিয়ে মাস্টার রোলের ২টি শীটে স্বাক্ষর ও টিপসহি রাখে। আবার ওজনে ৩০ কেজির স্থলে ২৫ থেকে ২৬ কেজি চাল দেয়। এছাড়া অতিরিক্ত ১০ টাকা হারে প্রতি কার্ডধারীর কাছ থেকে ডিলারের সহযোগি লোকজন আদায় করে নেয়। অন্যথায় চাল না দিয়ে বাড়িতে ফেরত যাওয়ার কথা বলে।

এ ব্যাপারে অভিযুক্ত ডিলার জাকির পন্ডিতের সাথে যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন দাবি করে বলেন, তার বিরুদ্ধে চাল বিক্রিতে আনিত অভিযোগ ভিত্তিহীন ।
এ ব্যাপারে ডা. রুস্তম আলী ফরাজী এমপি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। ওই অসাধু ডিলাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে উর্ধতন কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে। দরিদ্র মানুষের চাল নিয়ে কোন টালবাহানা বরদাস্ত করা বেনা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়ে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ওই ডিলারের দোকান ঘর তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য দরিদ্রদের ১০ টাকার চাল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলে ইতিপূর্বে উপজেলা প্রশাসন সকল ডিলারদের ডেকে তলবি সভা করে। এসময় সংশ্লিষ্ট ডিলারগণ আর অনিয়ম করা হবেনা মর্মে প্রশাসনের কাছে অঙ্গীকার দেন। এরপরও অনিয়ম হলে তাতক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...