ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় সড়কের লক্ষাধিক টাকার সরকারী বনজ গাছ জব্দ

মঠবাড়িয়ায় সড়কের লক্ষাধিক টাকার সরকারী বনজ গাছ জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া-ধানীসাফা সড়কের পার্শ্বস্থ চিত্রা নামক স্থানে লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২০টি সরকারী বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম ফরাজী নামের এক ব্যক্তি রাস্তা বন্ধ করে ওই গাছ কাটা শুরু করলে স্থানীয়রা থানা পুলি কে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্তন করা ১৬টি মেহগনি গাছ জব্দ করে।
তবে এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ফরাজী রাস্তার পাশে ওই গাছ নিজের লাগানো দাবি করে বলেন, কাঠ ব্যবসায়ীদের কাছে ওই গাছ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তারা গাছ কেটে নিচ্ছিল।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন জানান, সড়কের ওপর ওই গাছ সরকারী গাছ। জব্দ করা গাছগুলি এলজিইডি না বন বিভাগের তা সনাক্ত করে সরকারী গাছ কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...