ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ২৭ হাজার মিটার ইলিশের জাল জব্দ

পিরোজপুরে ২৭ হাজার মিটার ইলিশের জাল জব্দ

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের কচা ও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদ উজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি থাকলেও বৃহস্পতিবার নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকার করছিলেন। কেউ কেউ ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত কচা ও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৫২টি ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ ২৭ হাজার মিটার। যার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা বলেও জানান এই মৎস কর্মকর্তা। পরে জালগুলি বেকুটিয়া ফেরী ঘাট সংলগ্ন নদীর চরে পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...