ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নির্দয় সন্তান !

নির্দয় সন্তান !

 

খালিদ আবু, পিরোজপুর >

সত্তোরোর্ধ বয়সী বিধবা চাঁনবরু বেগমের নামে তিনকাঠা জমি লিখে দিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী মৃত হাসেম উকিল। স্বামীর মৃত্যুর পর সেই সম্বলটুকু গ্রাস করার জন্য তার বখাটে ছেলে রুহুল আমীন বৃদ্ধা মাকে নানাভাবে চাপ দেয়। চাঁনবরু তার শেষ সম্বলটুকু বার্ধক্যের এই জীবনে হাতছাড়া করতে রাজি হচ্ছিলেন না। ওই জমি লিখে নিতে ব্যর্থ হয়ে বখাটে রুহুল আমীন মাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে । শুধু পেটের সন্তান নয়, এ মারপিটে ছেলের স্ত্রী পুত্রবধূ হাসিনা বেগম, নাতি রুবেল, মেহেদী হাসান ও মেয়ে নিপা আক্তারও অংশ নেয় । পিরোজপুরের ভান্ডারিয়ার হেতালিয়া গ্রামের বিধবা বৃদ্ধা চাঁনবুর বেগম পরিবাবের স্বজনদের এমন নির্দয় পিটুনির শিকার হয়ে গত তিনদিন ধরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছেন ।
গত সোমবার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই বৃদ্ধা হেতালিয়া গ্রামের মৃত হাসেম উকিলের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বৃদ্ধা চানবরু বেগম এর স্বামী মারা যান। এরপর থেকে তার বখাটে ছেলে রুহুল আমীন মায়ের নামে থাকা তিন কাঠা জমি রেজিষ্ট্রি করে নেওয়ার জন্য মাকে চাপ দিতে থাকে। বৃদ্ধা শেষ অবলম্বনটুকু হারানোর ভয়ে জমি লিখে দিতে অস্বিকৃতি জানায় । গত সোমবার এ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পাষন্ড ছেলে এক পর্যায়ে মাকে কিল ঘুষি মারতে থাকে এর পর স্ত্রী ও তিন নাতি মিলে ওই বৃদ্ধাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে ওই বৃদ্ধা সংজ্ঞা হারিয়ে ফেললে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বখাটে ছেলের নির্যাতনের শিকার চাঁনবরু জানায়, ইতিপূর্বে তার জমি ছোট ছেলে রুহুল আমীন জোর করে লিখে নেওয়ার চেষ্টা করলে মেঝ ছেলে মো. কাওসার তার প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন তার ভাই কাওছারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি সাজানো মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বৃদ্ধার অভিযোগ তার বেপরোয়া ছেলে রুহুল আমিন তাকে মারধরের পর মায়ের ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এমনিক তার ঘর দখল করে নেয়। এমন অবস্থায় সে হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে ভয় পাচ্ছে।
এ ঘটনায় ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি । তবে বৃদ্ধা লাল বরু জানান জানান, গত সোমবার এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...