ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্কুল ছাত্রের মাথার চুল ছিড়ে ফেলার দায়ে কাঁঠালিয়ায় শিক্ষকের ছয় মাসের কারাদন্ড

স্কুল ছাত্রের মাথার চুল ছিড়ে ফেলার দায়ে কাঁঠালিয়ায় শিক্ষকের ছয় মাসের কারাদন্ড

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
শ্রেনী কক্ষে পাঠদানের সময় স্কুল ছাত্রের মাথার চুল টেনে ছিড়ে ফেলার দায়ে কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিরাঞ্জন হালদারকে ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো.হুমায়ুন কবির গতকাল বৃস্পতিবার বিকেলে ১৯৭৪ সনের শিশু আইনের ৩৪ ধারায় এ দন্ডাদেশ দেন। আদালত সেই সাথে দন্ডিত শিক্ষককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত শিক্ষক নিরাঞ্জন হালদার উপজেলা ৩০নং বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৩ সনের ১৮ ফের্রুয়ারী শ্রেনীকক্ষে পাঠদানের সময় স্থানীয় বাঁশবুনিয়া হাই স্কুলের সহকাররি শিক্ষক জাকির হোসেনের ছেলে পঞ্চম শ্রেনীর ছাত্র জাহিদ হোসেন ক্লাসে অমনোযোগী থাকার সময় ওই ছাত্রকে মারধর করে এক পর্যায় শ্রেনী শিক্ষক ছাত্রের মাথার চুল টেনে ছিড়ে ফেলেন। এতে গুরুতর আহত হয় ওই ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রের পিতা জাকির হোসেন স্থানীয় ভাবে বিচার না পেয়ে ঝালকাঠি আদালতে অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গতকাল বৃস্পতিবার আসামীর উপস্থিতি মামলার চুরান্ত রায় দেন। দন্ডিত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সামিম হোসেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...