ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঁঠালিয়ায় দুই বোনের বাল্য বিয়ের অপরাধে বর কনের পরিবারকে অর্থদণ্ড

কাঁঠালিয়ায় দুই বোনের বাল্য বিয়ের অপরাধে বর কনের পরিবারকে অর্থদণ্ড

কাঁঠালিয়া (ঝালকাঠি ) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়ায় তানিয়া আক্তার (১৫) ও ছনিয়া আক্তার (১৩) নামের অপ্রাপ্ত বয়স্ক দুই বোনকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বরের পিতা, বোন ভগ্নিপতি ও কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ বাল্য বিয়ের ঘটনা ঘটে।

তানিয়া বেগম রাজিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী ও ছনিয়া আক্তার একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং দুইজনই উপজেলার উত্তর চেঁচরী গ্রামের গরু ব্যবসায়ী আবদুল মজিদ হাওলাদারের কন্যা।

জানাগেছে, তানিয়ার সাথে উপজেলার মহিষকান্দি গ্রামের আবু বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসের ও ছনিয়া আক্তার পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের রেন্টকার চালক মহসিন খানের সাথে বিবাহ হয়। খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম সেখানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯৫৯ এর ৬ (১) ধারায় বরের পিতা আবু বিশ্বাসকে এক হাজার টাকা, বোন জেসমিন বেগমকে পাঁচশত টাকা ভগ্নিপতি রানা খানকে এক হাজার টাকা ও কনের মা মর্জিনা বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসার খবর পেয়ে কনের পিতা ও বর পালিয়ে যায়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...