ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ার তেলিখালীতে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে তিন লক্ষধিক টাকা হাতিয়েছে একটি চক্র

ভান্ডারিয়ার তেলিখালীতে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে তিন লক্ষধিক টাকা হাতিয়েছে একটি চক্র

ভান্ডারিয়া প্রতিনিধি >
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা তেলিখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে গ্রামবাসির কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। উপজেলার পূর্ব তেলিখালী গ্রামের মৃত শাহা আলীর ছেলে বাবুল খানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে । ভূক্তভোগি গ্রামবাসিদের অভিযোগ, বাবুল খান ও তার কয়েক সহযোগি মিলে গ্রামের অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। সংশ্লিষ্ট গ্রামবাসিদের বিদ্যুত সংযোগ দেওয়ার নামে গত এক বছর ধরে টালবাহানা করছে।
ভুক্তভোগি পরিবারের অভিযোগ, পূর্ব তেলিখালী গ্রামের মৃত শাহা আলীর ছেলে বাবুল খান পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের ভাইয়ের গাড়ী চালক পরিচয়ে একই গ্রামের ওয়াজেদ আলী খান, সৈয়দ খান, হারুন খান, ফারুক খান, কামরুল হাওলাদার, আ.মোতালেব হাওলাদার, ইসমাইল হাওলাদার, ফারক খানসহ ৫০টি পরিবারের কাছ থেকে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে প্রায় এক বছর পূর্বে পরিবার প্রতি সাড়ে তিন হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ৩ লাখ টাকা আত্মসাৎ করে। টাকা ফেরত চাইতে গেলে শীঘ্রই বিদ্যুৎ সংযোগ হবে অথবা হচ্ছে বলে কেটে পড়েন। এ ব্যাপারে বেশী বাড়াবাড়ি না করার জন্য তার স্বজনদের নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোকে হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. বাবুল খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও কাছ থেকে টাকা উত্তোলন করিনি। এলাকাবাসির স্বার্থে বিদ্যুত সংযেগের জন্য চেষ্টা চালাচ্ছি।
এ ব্যপারে তেলিখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন হাওলাদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারিত পরিবারগুলো এ ব্যপারে অভিযোগ করেছেন।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য উক্ত ইউপি সদস্যের আবেদনের পরি প্রেক্ষিতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে ডিওলেটার প্রদান করেছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহমদ আলী জানান, বিষয়টি আমাদের জানা নাই। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...