ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কনের বাবার মুচলেকা , বরের পলায়ন : ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বিয়ে পন্ড

কনের বাবার মুচলেকা , বরের পলায়ন : ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বিয়ে পন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী নাদিয়া আক্তার। সে উপজেলার দারুল মোহম্মদ আদর্শ বালিকা মাদ্রাসার নবম শ্রেণীতে লেখাপড়া করছে।
ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুস আজ বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় ওই মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে. উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে নাদিরা আক্তার (১৫) এর সঙ্গে ধাওয়া ফুলতলা গ্রামের মনা গাজীর ছেলে দুবাই প্রবাসী মো. জাকির গাজির বিয়ে ঠিক হয়। আজ বৃহস্পতিবার বিকালে এ বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের সকল আয়োজন ছিলে শেষ পর্যায়ে। বর ও মেহমানরাও কনের বাড়িতে উপিস্থিত হয়। এসময় গোপনে সংবাদ পেয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুস পুলিশ নিয়ে বিয়ের আসরে উপস্থিত হলে বর ও বরযাত্রীরা পালিয়ে যায়। এতে বাল্য বিয়ে পন্ড হয়ে গেলে মাদ্রাসা ছাত্রী রেহাই পায়।
পরে মাদ্রাসা ছাত্রীর বাবা অপরাধ স্বীকর করলে মুচলেকা দিয়ে আইনগত ব্যবস্থা থেকে রক্ষা পান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...