ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলাঃ গ্রেফতার-২

নাজিরপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলাঃ গ্রেফতার-২

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের নাজিরপুরে এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ রবিবার দুপুরে ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে চার জনকে আসামী করে নাজিরপুর থানায় মামলাটি দায়ের করেন। তাৎক্ষনিক ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সামন্তগাতী আর্দশ গ্রামের বাসিন্দা এক দিন মজুরের মেয়ে চর বানিয়ারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী মামুনের স্ত্রী ফাতেমা (২৫) মোবাইলে ভিডিও গান দেখানোর কথা বলে তার ঘরে ডেকে নেয়। পূর্ব থেকেই সেখানে একই গ্রামের রসময় মন্ডলের ছেলে নন্দন মন্ডল (২২), কাওছার ফকিরের ছেলে আমীন ফকির (২০) ও সরোয়ার শেখের ছেলে কালু শেখ (২২) অবস্থান করছিল। ওই ছাত্রীকে নিয়ে ফাতেমা তার ঘরে প্রবেশ করার পরই তারা গামছা দিয়ে ওই ছাত্রীর মুখ বেঁধে ফেলে। তখন ফাতেমা তাদের ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। এক পর্যায়ে আমীন ও কালুর সহায়তায় নন্দন মন্ডল ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রেদানুল ইসলাম রিজনকে জানালে তিনি ধর্ষিতার পরিবারকে থানায় মামলা না করে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করার পরামর্শ দেয় । পরবর্তীতে ঘটনার চার দিন পরে ধর্ষকরা মিমাংশায় বসতে চায় না বলে ধর্ষিতার পরিবারকে মামলা করার জন্য থানায় নিয়ে আসে ইউপি সদস্য । এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আসামী আমীন ও ফাতেমাকে গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রেদানুল ইসলাম রিজন বলেন, আমরাতো অনেক ঘটনাই এলাকায় মিমাংশা করি। তবে এ ধরণের কোন ঘটনায় আগে কখনও পড়িনি। তাই মিমাংশার কথা বলা হয়েছে কিন্তু ধর্ষিতার পরিবার দুদিন ধরে আমার সাথে যোগাযোগ না করায় তা সম্ভব হয়নি। পরে তাদের মামলা করার জন্য থানায় নিয়ে আসি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ধর্ষিতার মায়ের অভিযোগে মামলা নেয়া হয়েছে এবং ঘটনায় জড়িত আসামী আমীন ও ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...