ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ : নারীসহ আহত ১৩

মঠবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ : নারীসহ আহত ১৩

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহিনুর বেগম, কামাল মল্লিক, হিরু মল্লিক, দুলাল মল্লিক, জসিম মাতুব্বর, মিলন মাতুব্বর, ইদ্রিস মাতুব্বরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ভেচকী গ্রামের রত্তন মল্লিকের ছেলে কামাল মল্লিকের সাথে প্রতিবেশী আজিজ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বরের জমি নিয়ে দীর্গদিন বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার সকালে কামাল মল্লিকের ভোগদখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ জসিম মাতুব্বরের লোকজন কামাল মল্লিককে মারধর করে। একপর্যায় উভয় পক্ষ লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসয় কামাল মল্লিক পক্ষে তার স্ত্রী শাহীনুর বেগম(৪০) কামাল মল্লিক(৪৫), হিরু মল্লিক(৩০), দুলাল মল্লিক(৩৫) আহত হন । অপর দিকে জসীম মাতুব্বর পক্ষে ইদ্রিস মাতুব্বর(৪২), মিলন মাতুব্বর(৫৫), রুবেল(২৪), জসিম মাতুব্বর(৪৫), সাদ্দাম(২৫), নাঈম(১৯), সাব্বির(১৪), রিপন মৃধা(২৫) আহত হন।

আহত কামাল মল্লিক জানান, আমাদের জমিতে চাষ করতে গেলে জসিম মাতুব্বর লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে জসিমের লোকজন আমাদের বাড়ি-ঘর ভাংচুর করে।
তবে জসীম মাতুব্বর দাবি করেন তাদের মালিকানাধিন কৃষি জমি জবর দখল করে চাষাবাদ করার চেষ্টা করলে বাধা দেই । এসময় প্রতিপক্ষ কামাল মল্লিকের দলবল আমাদের ওপর হামলা চালায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন পক্ষই এখনও থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...