ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক বরখাস্ত

পাথরঘাটায় উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক বরখাস্ত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি >
বরগুনার পাথরঘাটায় প্রাথমিক বিদ্যায়য়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে জাকির হোসেন নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানাগেচছ, পাথরঘাটা সদর উপজেলার ২১ নম্বর পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন ওই বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরণের আগে শিক্ষার্থীদের কাছে ছবি তোলার খরচ বাবদ জনপ্রতি ১০০ টাকা আদায় করেন। অভিভাবকরা ওই শিক্ষককে ওই টাকা পরিশোধ করতে বাধ্য হন। পরে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ ওই শিক্ষককে ২৮ আগস্ট সাময়িক বরখাস্ত করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...