ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় মরা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক

পাথরঘাটায় মরা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক

পাথরঘাটা প্রতিনিধি >
বরগুনার পাথরঘাটায় মরা গরুর মাংস বিক্রির সময় মো. ফারুক নামে একজন কসাইকে গ্রেফতার করেছে পুলিশ । আজ সোমবার পৌর কর্তৃপক্ষ গোপনে সংবাদ পেয়ে শহরের কাঁচা বাজার থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে । গ্রেফতারকৃত কসাই ফারুক পাথরঘাটা পৌর শহরের আব্দুল আজিজেরে ছেলে ।

স্থানীয় সূত্র জানায়, শহরের কসাই ফারুক, সোহাগ এবং আনোয়ার দক্ষিণ পাথরঘাটার হানিফার একটি রোগাক্রান্ত গরু মরে গেলে নদীর তীর থেকে সংগ্রহ করে তা বাজারে বিক্রির চেষ্টা চালায়।

পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোসাফের হোসেন বাবুল জানান, পৌর কর্মচারী বাদল গোপন সূত্রে খবর পেয়ে আজ সোমবার সকালে কাঁচা বাজার থেকে মরা গরুর মাংসসহ আবদুল আজিজের ছেলে মো. ফারুককে পৌরসভায় নিয়ে আসে। পরে মাংসসহ ফারুককে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। এ সময় পালিয়ে যায় অপকর্মের সহযোগী সোহাগ ও আনোয়ার।

আটক ফারুক স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি হানিফার নিকট থেকে টাকা দিয়ে গরুটি কেনেন। ওই গরুর পেটে একটি বাচ্চা থাকায় তা ফেলে দেওয়া হয়।

অনুসন্ধানে জানাগেছে, গবাদি পশুর নিরাপদ মাংস ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো তদারকি নেই পাথরঘাটায়। দুই মাস ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। এ ছাড়া অন্য কোনো কর্মকর্তাকেও দেওয়া হয়নি। বেলা সাড়ে ১২টায় গিয়ে অফিস তালাবদ্ধ দেখা যায়। পৌরসভায় নেই কোনো স্বাস্থ্য কর্মকর্তাও।

স্বাস্থ্য পরিদর্শক পরেশ চন্দ্র হাওলাদার বলেন, “প্রাণিসম্পদ বিভাগ গবাদি পশুর সুস্থতা পরীক্ষার পর আমি শুধু মাংস পরীক্ষা করতে পারি।” জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল রায় বলেন, “আমাদের কর্মকর্তার সংকট বিদ্যমান। শিগগির কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তবে আইনেও সঠিকভাবে দায়িত্ব ভাগ করা নেই।”

পাথরঘাটার উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পরেশ চন্দ্র হাওলাদার জানান, নিজের অভিজ্ঞতা ও যান্ত্রিক পরীক্ষায় দেখা গেছে ওই মাংস ‘অস্বাস্থ্যকর’।
পাথরঘাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, সকল মাংস বিক্রেতাকে ডাকা হয়েছে। তাদেরকে সতর্ক করা হবে এবং কঠোরভাবে দমন করা হবে অপরাধীদের।

পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াইল হক বলেন, “আটক মো. ফারুক মাংসসহ থানায় রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...