SONY DSC

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি মাইক্রেক্রেডিট সংস্থার বিরুদ্ধে দরিদ্র গ্রাহকদের জমাকৃত সঞ্চয়ের সমুদয় অথ আত্মসাতের অভিযোগ উঠেছে । গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার ভূক্তভোগি গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঠবাড়িয়া প্রেস ক্লাব সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধনে প্রতারিত তিন শতাধিক গ্রাহকরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ভূক্তভোগি আলী রেজা রঞ্জু, মোস্তফা শহীদুল আলম, মো. মাইনুল ইসলাম, সুলতানা রাজিয়া ও পারভীন আক্তার প্রমূখ।

প্রতারিত গ্রাহকদের অভিযোগ, ২০০৯ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরীর(এমআরএ- রেজি নম্বর- ০০০৭১০২৯৬৩০০৮৫ ) অনুমোদন নিয়ে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে ওই বেসরকারী সংস্থাটি ২০০৪ সালে পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচটি শাখার চালু করে। এসব শাখায় উপজেলার কয়েক হাজার গ্রাহক ঋণ লাভের আশায় সমিতির মাধ্যমে সঞ্চয় জমা দেন। কিন্তু সংস্থাটি ঋণ সুবিধা না দিয়ে গত দুই বছর আগে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন শাখাসহ চারটি শাখা গুটিয়ে নেয়। পরে সংশ্লিষ্ট গ্রাহকরা গত দুই বছর ধরে ধর্ণা দিয়েও সঞ্চয়ের সমুদয় অর্থ ফের পাচ্ছেন না।

SIMILAR ARTICLES

মন্তব্য নেই

মন্তব্য করুন