ব্রেকিং নিউজ
Home - অপরাধ - শিক্ষার্থী ক্লাসে প্রথম হয়নি তাই শিক্ষিকাকে অভিভাবকদের মারধর !

শিক্ষার্থী ক্লাসে প্রথম হয়নি তাই শিক্ষিকাকে অভিভাবকদের মারধর !

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে অভিভাবক কর্তৃক শিক্ষার্থীর নম্বর ফর্দ ছিড়ে ফেলার প্রতিবাদ করায় শিক্ষার্থীর মা ও নানী মিলে কিল ঘুষি মেরে আহত করেছে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ৪৫ নম্বর ওদোনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। স্কুলের শিক্ষকরা আহত শিক্ষিকা মিতালী খানমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার হোসেন জানান, আজ শনিবার দুপুরে বিদ্যালয়ে প্রথম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে প্রথম শ্রেণীর ছাত্রী জেমী খানম পরীক্ষায় কেন প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হলো না এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়ে ছাত্রী জেমীর মা ও নানী। এক পর্যায় জেদের বশবর্তী হয়ে জেমী খানম এর মা মার্কসিট টেনেছিড়ে ফেলে দেয়। শিক্ষকরা এর প্রতিবাদ করলে জেমী খানম এর মা ফারজানা আক্তার শিমু ও নানী মাহমুদা বেগম দুজনে মিলে স্কুল শিক্ষিকা মিতালী খানম (৩০)কে কিল ঘুষি মেরে দেয়ালের সাথে আঘাত করে শিক্ষিকাকে গুরুতর আহত করে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরি সভাপতি মৌখিকভাবে এসে থানায় জানানোর পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...