ব্রেকিং নিউজ
Home - অপরাধ - জিয়ানগরে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি : হুমকিদাতা আটক

জিয়ানগরে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি : হুমকিদাতা আটক

পিরোজপুর প্রতিনিধি >
নিজ ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়ায় পিরোজপুরের জিয়ানগরে এক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়েছে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় স্থানীয় জনতা হুমকিদাতা মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার উপজেলার পত্তাশী কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ রামচন্দ্রপুর গ্রামের মুনসুর সিকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম সিকদার (৪০) কে স্থানীয় জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে জিয়ানগরের ইন্দুরকানি থানার এস আই মো. মোহাইমিনুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, ২নম্বর পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার তার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দিলে কয়েকদিন ধরে চেয়াম্যানের লোকদের মাধ্যমে তার হাত-পা ভেঙ্গে ফেলবে ও তাকে হত্যা করবে বলে মাদক ব্যবসায়ী নজরুল তাকে হুমকি দেয়।
পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, আমার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেয়ার পর থেকে মাদক ব্যবসায়ী নজরুল আমার লোকদের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সে একজন চিহ্নিত ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইন্দুরকানি থানায় একাধিক মামলা রয়েছে এবং সে মাদক সিন্ডিকেটের একজন সদস্য।
বৃহস্পতিবার আটককৃত মাদক ব্যবসায়ী নজরুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় আসামী করে আদালতে পাঠিয়েছে ইন্দুরকানি থানা পুলিশ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...