ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্ত্রীর মামলায় সন্ত্রাসী ইয়াছিন গ্রেফতার

মঠবাড়িয়ায় স্ত্রীর মামলায় সন্ত্রাসী ইয়াছিন গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মো. ইয়াসিন(৩০)নামে এক মাদকসেবী ও তালিকাভূক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার তুষখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইয়াছিন উপজেলার মধ্য তুষখালী গ্রামের হাফেজ খানের ছেলে। গ্রেফতারকৃত ইয়াছিনকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে নারী নির্যাতনসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী ।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, এলাকার সন্ত্রাসী ইয়াছিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ইউনিয়ন আ’লীগ অফিস ভাংচুর, ব্যাবসায়ীকে হত্যা চেষ্টা, যৌতুক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও ইয়াছিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ জনগনের ওপর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসায় মানুষের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিল। এমনকি নেশার টাকার জন্য ইয়াছিন তার বাবা-মা’র ওপর নির্যায়তন চালানোর অভিযোগও রয়েছে।
সর্বশেষ তার স্ত্রী শিউলী বেগমের(২০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইয়াছিন একজন দূধর্ষ সন্ত্রাসী ও মাদকসেবী। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...