ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে সতীনের শিশু কণ্যাকে হত্যার অভিযোগে সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে সতীনের শিশু কণ্যাকে হত্যার অভিযোগে সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরে সতীনের শিশু কণ্যাকে পানিতে ডুবিয়ে নৃশ্বংস ভাবে হত্যার অপরাধে সৎমা’ মরিয়ম বেগমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ রবিবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন। আদালত একই সাথে মরিয়ম বেগমকে ১০ হাজারটাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলার নথিসুত্রে জানা গেছে, জেলার নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের আলমগীর হোসেন তার ১ম স্ত্রী মারুফা বেগমকে তালাক দিয়ে মরিয়ম বেগমকে দ্বিতীয় বিয়ে করে। প্রথম স্ত্রীর শিশু কণ্যা আফিফা (৭) কে তার পিতা আলমগীর দ্বিতীয় স্ত্রীর পুত্র রাফসান (২) এর চেয়ে বেশী ¯েœহ করে। ঘটনার আগের দিন ২০১০ সালের ২২ জুন আলমগীর বাজার থেকে কয়েকটি আম কিনে এনে সবচেয়ে বড় আমটি কণ্যা আফিফাকে খেতে দেয়। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী মরিয়ম প্রতিহিংসার বশবর্তী হয়ে পরের দিন ২৩ জুন স্বামীর অগোচরে সতীনের কণ্যা আফিফাকে পুকুরে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে। ২৪ জুন নেছারাবাদ থানায় স্বামী আলমগীর স্ত্রী মরিয়মকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মরিয়মকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে অভিযোগ পত্র দাখিল করে। আলমগীর আদালতে তার স্ত্রী মরিয়মকে হত্যাকারী চিহ্নিত করে স্বাক্ষ্য দেয়। অন্যান্য ১৮ জন স্বাক্ষীদের স্বাক্ষ্য এবং এ হত্যা মামলার আলামত সহ সবকিছু বিচার বিশ্লেষন করে আদালত মরিয়মকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। সরকার পক্ষে পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামী পক্ষে আহসানুল কবির বাদল এ মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...