ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় গুলিতে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় পৌর মেয়রসহ ১৫ জনের নামে হত্যা মামলা

মঠবাড়িয়ায় গুলিতে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় পৌর মেয়রসহ ১৫ জনের নামে হত্যা মামলা

বিশেষ প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার দিনভর ছাত্রলীগের বিবদমান দুইটি পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে ইলয়াস হোসেন লিটন পণ্ডিত(৩০)নামে এক যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসসহ ১৫ জানের নামে মামলা দায়ের হয়েছে। নিহত যুবলীগ কর্মী লিটনের ভাই জাকির হোসেন পণ্ডিত বাদি হয়ে সোমবার গভীর রাতে মামলাটি দায়ের করেন। মামলায় মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও আ.লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া ১৫জন নামীয় ও ৩০/৪০জন অজ্ঞাতদের আসামী করা হয়েছে। পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পৌরসভার মেয়র ও আ.লীগ সভাপতি রফিউদ্দিন ফেরদৌসের ভাই নাফিজ উদ্দিন ফরিদসহ দুইজনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
অপরদিকে উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আহসান টুকু (৫০)কে লোহার রড ও হাতুড়ী দিয়ে প্রতিপক্ষরা পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় ১৬ জনকে আসামী করে পৃথক একটি মামলা দায়ের হয়েছে।
যুবলীগ কর্মী লিটন প-িত নিহত হওয়ার ঘটনায় উপজেলার বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, যুবলীগ নেতা বাবু শরীফ, পৌর মেয়রের ভাই নাফিজ উদ্দিন ফরিদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেলসহ যুবলীগ ছাত্রলীগের ১৫জন নেতা কর্মীদের নামীয় আসামী করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ পৌর ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম রাজুকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল করেজ হাসপাতাল থেকে আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে ।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে পৌর ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাবেক সাত নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিতের নেতৃত্বে আ’লীগ সমর্থক ৪/৫শ জন নেতাকর্মী জঙ্গী বিরোধী মিছিল সহকারে আ’লীগ অফিস অতিক্রম করে। এসময় উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ওই মিছিলের গতি রোধ করে। এর পর আসামীরা মিছিলটির উপর রামদা, চাপাতি ও লাঠি দিয়ে এলোপাতারি হামলা করে পৌর মেয়র আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ, ১১নম্বর বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, যুবলীগ নেতা কালাম মোল্লা ও বাবু শরীফ তাদের শটগান ও পিস্তল দিয়ে গুলি চালালে মিছিলের লোকজন ও শহরের পথ চারিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। এ সময় আমার ভাই ইলিয়াছ হোসেন লিটন কাছাকাছি এলে পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ কাছ থেকে গুলি করে। সন্ধ্যায় গুলি বিদ্ধ লিটন পন্ডিত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।

এদিকে পিরোজপুর জেলা মর্গে নিহত লিটন পন্ডিতের লাশের ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে আসর নামাজ বাদ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথমদফা জানাযা শেষে উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এ ব্যপাওে মঠবাড়িয়া উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস মিছিলে গুলি করার বিষয় অস্বীকার করে বলেন, উপজেলা চেয়ারম্যানের সমার্থকরা তার বাসায় হামলা চালায় এবং ১১টি মটর সাইকেল ভাংচুর করেছেন। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এ হত্যা মামলায় তাকে প্রধান আসামী করা হয়েছে।

তবে উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মো. আশরাফুর রহমান বলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস আমার সমর্থক যুবলীগ কর্মী লিটনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ যদি প্রধান আসামীসহ জড়িতদের গ্রেফতারে না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এদিকে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বর্তমানে মঠবাড়িয়া অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...