ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শাহা বহিনীর তিনজন গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শাহা বহিনীর তিনজন গ্রেফতার

কাউখালী প্রতিনিধি > পিরোজপুরের কাউখালীতে আন্ত: বিভাগীয় সন্ত্রাসী চক্রের শাহা বাহিনীর প্রধান সাজাপ্রাপ্ত আসামী শাহ জামাল ওরফে শাহাকে (২৮) দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিশেষ কাউখালী থানা পুলিশ,উপজেলার পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ ও জনতার যৌথ বিশেষ অভিযানে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শাহা বাহিনীর উপজেলার সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. শাহ জামাল শাহা (২৮) ও তার দুই সহযোগি একই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মৃদুল হোসেন রানা হাওলাদার (২২) আব্দুল জব্বার সিকদারের ছেলে বেলায়েত হোসেন সিকদার (৩৫)।
কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, শাহা বাহিনীর প্রধান শাহজামাল সাহা খুলনা, বরিশাল, ডুমুরিয়া বাগেরহাট, পিরোজপুর সহ দক্ষিন পশ্চিম অঞ্চলের বিভিন্ন এলাকায় খুন, হত্যা, দস্যুতা, ধর্ষন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি সহ মাদক ব্যবসার বহু মামলার আসামী। সে একটি মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী। তাদের নামে খুলনার ডুমুরিয়া থানায় দস্যূতা এবং কাউখালী থানা, ঢাকা ও পিরোজপুর সদর থানায় ৮/১০টি করে মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। এছাড়া যুবতি নারীরা রাস্তায় বেরোতে পারত না। যে কারনে পুলিশের এ অভিযানের খবর পেয়ে এলাকার যুবতী নারীরা পুলিশের ওই অভিযানে অংশ নিয়ে সার্বিক সহযোগীতা করে।
কাউখালী থানার উপ পরিদর্শক ওসমান গনি জানান, গ্রেফতারকৃতরা এলাকায় শাহা বাহিনী নামে পরিচিত। এ বাহিনীকে ধরার জন্য বহুবার অভিযান চালানো হয়। ওই স›ন্ত্রাসীদের গ্রেফতারের খবরে জনতা এলাকায় মিষ্টি বিতরন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...