ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ বখাটে স্কুল ছাত্রের বিরুদ্ধে

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ বখাটে স্কুল ছাত্রের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ার দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১২) উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় বাঁশবুনিয়া রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুলছাত্র দিপু ওরফে অর্পণ কুলু (১৬) নামে এক বখাটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভূক্তভোগি স্কুল ছাত্রীর বাবা উপজেলা দেবীপুর গ্রামের রণজিৎ চন্দ্র মিস্ত্রী মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন ।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের দিলীপ কুমার কুলুর ছেলে দিপু ওরফে অর্পণ কুলু বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী অর্ধ বার্ষিক ২য় শিফটের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে মঠবাড়িয়া-চরখালী সড়কের লাল পুল নামক এলাকায় আসলে স্কুল ছাত্র দিপু মেয়েটিকে উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায় । রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...