ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তের হামলায় দিনমজুর নিহত

ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তের হামলায় দিনমজুর নিহত

ভাণ্ডারিয়া প্রতিনিধি > পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. ফুল মিয়া খান (৪০)নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । এসময় দুবৃত্তের ধারালো অস্ত্রের কোপে নিহত ফুল মিয়ার চাচাত দুই ভাই ও এক প্রতিবেশী গুরুতর জখম হন। রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গ্রাম্যবাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ইকড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত দিনমজুর ফুল মিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের মো. হামিদ খানের ছোট ছেলে । সে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ফুল মিয়ার আপন বড় ভাই চাঁন মিয়া খান ও তার ১০/১২জন সহযোগি সন্ত্রাসীরা মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত ফুল মিয়ার ফুফাত ভাই মো. বাদল খানকে আটক করেছে।
থানা ও স্থানীয়দেও সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের দিনমজুর ফুল মিয়া ও তার বড় ভাই মো. চান মিয়া খানের সাথে সাথে ৩৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে চাঁন মিয়া ও তার কয়েকজন সহযোগি সন্ত্রাসী মিলে রবিবার দিবাগত রাত নয়টার দিকে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটায়। এসময় ফুল মিয়া ও তার দুই চাচাত ভাই ও এক প্রতিবেশী মিলে স্থানীয় ইকড়ি বাজার বাসস্টা- থেকে বাড়ি ফিরছিল। পথে গ্রামের ইকড়ি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আজিজ আকনের বাড়ির সম্মূখ সড়কের কালভার্টের কাছে পৌঁছামাত্র ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাদেও ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে পথে ফেলে রেখে পালিয়ে যায়।
তাদের ডাক চিৎকাওে স্থানীয়রা এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আহত ফুল মিয়া ও তার চাচাত ভাই এমাদুল খান, ও প্রতিবেশী জলিল মুন্সিকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গভীর রাতে চিকিৎসাধিন অবস্থায় দিনমজুর ফুল মিয়ার মৃত্যু ঘটে। এদিকে ভা-ারিয়া হাসপাতালে নিহতর চাচাত ভাই মো. শাহজাহান খান চিকিৎসাধিন রয়েছেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত চাঁন মিয়া খানসহ তাঁর পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়েছেন।
তবে এ হামলার ঘটনা ইউপি নির্বাচন কেন্দ্রীক দাবি করে ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হাই জানান, নিহত ও আহতরা তার সমর্থক । রবিবার রাতে তারা ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের স্থগিত ইউপি নির্বাচনের প্রচারণা চালিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে নিহতর ফুফাত এক ভাইকে আটক করে জ্ঞিাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...