ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বড়মাছুয়া ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা মামলায় বিদ্রোহী প্রার্থীসহ ৫ জন জেলহাজতে

বড়মাছুয়া ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা মামলায় বিদ্রোহী প্রার্থীসহ ৫ জন জেলহাজতে

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে(৩৫) গুলি ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে হত্যা চেষ্টার মামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলামসহ তার ৫ সমর্থক আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার অভিযুক্ত আসামীরা মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামীরা হাইকোর্টের এক মাসের অন্তর্বতীকালীন জামিনে ছিলেন।
উল্লেখ্য, গত ১২মে রাতে পৌর শহরের বহেরাতলা কুয়েত প্রবাসি হাসপাতালের সামনে ইসরাত মেডিকেল হল নামক একটি ঔষধের দোকানে নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাক্তিগত কাজে বসা ছিলেন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে বিদ্রোহী প্রার্থী মাইনুলের নির্দেশে মোটরসাইকেল যোগে আসামীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে পিস্তল উচিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার পরদিন চেয়ারম্যন নাসির উদ্দিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলামসহ তার সমর্থক ৬জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...