ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি > “আগে শুনুন, শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হলো তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ” এই স্লোগান কে সামনে রেখে পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পিরোজপুর শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ এর নেতৃত্বে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ঈদতাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাব, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, ডাক দিয়ে যাই এর প্রকল্প সমন্বয়কারী (রিকল প্রকল্প) শ্যামল পাল, সরকারী সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র শামীম হোসেন, ছাত্রী ইভা আক্তার, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ এলিন খান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, পিরোজপুর জেলা মাদকদ্রব্যে নিয়ন্ত্রন কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...