ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মামা হত্যায় ভাগ্নের ফাঁসি

পিরোজপুরে মামা হত্যায় ভাগ্নের ফাঁসি

খালিদ আবু , পিরোজপুর > পিরোজপুরে মামা হেমলাল শীলকে হত্যার দায়ে ভাগ্নে নিবাস শীলকে (৩০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার ( ১৫ জুন) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। আদেশে আসামী নিবাস শীলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানার করা হয়েছে।
আদালত ও মামলা সুত্রে জানাযায়, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দা মৃত সুখরঞ্জন শীলের পুত্র নিবাস চন্দ্র শীল ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলার ষোলশত গ্রামের মামা হেমলাল শীলের বাড়িতে গিয়ে তার কাছে মায়ের পাওনা বাবদ ১ লক্ষ টাকা দাবী করে। মামা তা দিতে অস্বীকার করলে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নে নিবাস হাতে থাকা ছুড়ি দিয়ে মামা হেমলালকে উপুর্যপুরি আঘাত করলে ঘটনা স্থলেই মামার মৃত্যু হয়। এ সময় পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে নিবাসকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহত হেমলালের পুত্র শ্যামল শীল বাদি হয়ে পরদিন ৯ সেপ্টেম্বর দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় নিবাস চন্দ্র শীলকে একমাত্র আসামী করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আটক নিবাস জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এ মামলায় তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা নিবাসের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করে। পরে সেশন ৩৯/১৪ নং এ মামলাটি বিচারের জন্য পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে এলে বিচারক ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য এবং অন্যান্য প্রমানের ভিত্তিতে নিবাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হলে জেলা ও দায়রা জজ জনাকীর্ন আদালতে আসামী নিবাস চন্দ্রের উপস্থিতিতে এ আদেশ দেন। এসময় আদালত কক্ষের বাইরে উপস্থিত নিবাসের স্ত্রী শিখা রানী ও সাড়ে চার বছরের শিশু কন্যা নিশি কান্নায় ভেঙ্গে পড়েন।
সরকার পক্ষে এ মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট কানাই লাল বিশ্বাস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...