ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আকরামুজ্জামান নামে এক মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মঠবাড়িয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আকরামুজ্জামান নামে এক মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি > জঙ্গী তৎপরতায় সংশ্লিষ্টতার ‍অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মো.আকরামুজ্জামান (২৮) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে। সে একটি মসজিদের ইমামতির পাশাপাশি একটি হাফিজি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। রবিবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশ পৌর শহরের কালাই মৃধা নূরানী ও হাফেজী মাদ্রাসা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,বরিশাল কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক দু’টি মামলার চার্জশীটভূক্ত আসামী ।
গ্রেফতারকৃত আকরামুজ্জামান একই জেলার নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত ফজলুর রহমান ওরফে তৈয়ব আলী শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে এবং পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মঠবাড়িয়ার একটি জামে মসজিদে ইমামতি ও হাফিজি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিল। থানা পুলিশ গ্রেফতাকৃত আকরামুজ্জামানকে সোমবার সকালে নাজিরপুর থানা পুলিশে সোপর্দ করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, আকরামুজ্জামানের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় ২০০৭ সালের রাষ্ট্রদ্রোহী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রয়েছে। ওই মামলা দু’টিতে তার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মল্লিক জানান, আকরামুজ্জামান একজন তালিকাভূক্ত জঙ্গী। তাকে সোমবার দুপুরে নাজিরপুর থানার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাগেছে, আকরামুজ্জামান ২০১৫ সালের প্রথম দিকে মঠবাড়িয়ায় এসে পৌরসভার ৮নং ওয়ার্ড সবুজ নগর এলাকার সোনামদ্দিন বাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। এর কিছু দিনের মধ্যেই ওই মসজিদের প্রতিষ্ঠাতার আরেকটি প্রতিষ্ঠান কালাই মৃধা নূরানী হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে শিক্ষকতা করে আসছিলেন। তিনি ওই মাদ্রাসা সংলগ্ন সৌদি প্রবাসী আরিফুল ইসলামের বাসায় স্ত্রী খাদিজা বেগম(২৫) ও শিশু পুত্র আবু তালহা (২) কে নিয়ে ভাড়া থাকতেন।
কালাই মৃধা নূরানী হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক ইয়াসিন হোসাইন জানান, গত বছরের জানুয়ারী মাস থেকে আকরাম এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...