ব্রেকিং নিউজ
Home - অপরাধ - রডের বদলে বাঁশ দেয়া সেই ঠিকাদার গ্রেপ্তার

রডের বদলে বাঁশ দেয়া সেই ঠিকাদার গ্রেপ্তার

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ চুয়াডাঙ্গার দর্শনায় একটি ভবনের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মনি সিংকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন বাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণামধ্যম শাখার সহকারী পরিচালেক এএসপি মিজান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে মনি সিংকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।তিনি চুয়াডাঙ্গার দর্শনায় একটি গবেষণাগারের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিলেন।এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় জয় ইন্টারন্যাশনালের নামে একটি মামলাও দায়ের হয়েছিল।

জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ তলা ভবনে রডের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বাঁশ।ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জয় ইন্টারন্যাশনাল’ পিলার ঢালাইয়ে বাঁশ ব্যবহারকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।পরে স্থানীয় জনতা হাতুড়ি দিয়ে পিলার ভেঙে দেখেন অনেক স্থানে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করা হয়েছে।এ ঘটনাকে ‘পুকুর চুরি’ এবং বিপজ্জনক নির্মাণ কাজ বলে অভিহিত করেছেন এলাকাবাসী।এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে ভবনটির নির্মাণ কাজ স্থগিত করে ওই কাজের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়।ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কৃষি অধিদপ্তর।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ( দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে চারজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।মামলাটি বর্তমানে দুদকে তদন্ত চলছে।অভিযোগের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন কর্মকর্তাকে বিভাগীয় শাস্তি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ভবনটির নির্মাণ কাজ ২০১৫ সালের ১ ডিসেম্বর শুরু হয়।এ পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভবনটির ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার ‘জয় ইন্টারন্যাশনাল’ এর স্বত্বাধিকারী মনি সিং।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত দুইজন আটক

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে ...