ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পল্লী দারিদ্র্য বিমোচনের নারী মাঠকর্মীকে মারধর করে টাকা ছিনতাই

মঠবাড়িয়ায় পল্লী দারিদ্র্য বিমোচনের নারী মাঠকর্মীকে মারধর করে টাকা ছিনতাই

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী গায়ত্রী রানীকে (৩৮) মারধর করে হানিফ মিয়া নামে সমিতির এক সদস্য মারধর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পরিষদ সম্মূখ সড়কে এ ঘটনা ঘটে।
এঘটনায় নারী মাঠকর্মী গায়ত্রী রানী বাদী হয়েসোমবার রাতে মঠবাড়িয়া থানায় সমিতির সদস্য হানিফ মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী গায়ত্রী রানীর সাথে পাশ বইতে হিসাবের টাকা উঠানো নিয়ে সমিতির সদস্য উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের রত্তন হাওলাদারের ছেলে হানিফ মিয়ার বিরোধ চলে আসছিল ।
এঘটনার জের ধরে গতকাল সোমবার গায়ত্রী রানী কয়েকটি সমিতির সদস্যদের জমাকৃত টাকা সংগ্রহ করে সন্ধ্যায় উপজেলা অফিসে জমা দিতে যাচ্ছিলেন। পথে উপজেলা পরিষদের সামনের সড়কের ওপর সমিতির সদস্য হানিফ মিয়া তার পথরোধ করে অ এসময় হানিফ মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে ওই নারী কর্মীকে মারধর করে ভ্যানিটি ব্যাগে রক্ষিত থাকা নগদ ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস.আই নকীব আকরাম জানান, অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...