ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে কালেমা পড়িয়ে দুই সহোদরকে হত্যার চেষ্টা ! থানায় মামলা

নাজিরপুরে কালেমা পড়িয়ে দুই সহোদরকে হত্যার চেষ্টা ! থানায় মামলা

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে দুই ভাইকে কালেমা পড়িয়ে জবাই করে হত্যা চেষ্টার ঘটনায় নাজিরপুর থানায় মামলা করা হয়েছে। সন্তানদের পিতা আকিকুর রহমান বাদী হয়ে সোমবার বিকালে থানায় মামলা দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ২০ মার্চ দপুর সাড়ে ১১টায় তার দু’ সন্তান দিপু ও অপু পার্শ্ববর্তী মাঠে মাছ ধরতে যায়। এ সময় ওই জমির মালিক পান্না সেখ তার জমির ধানের ক্ষতি হয়েছে বলে দুই ভাইকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। এবং বাড়িতে নিয়ে এসে কুকুরের খাচায় আটকে রাখে। এরপর তাদের খাঁচা থেকে বের করে গোসল করিয়ে কালেমা পড়িয়ে জবাই করতে নিয়ে যায়। এ সময় ছোট ভাই দীপু চিৎকার করলে পাশের বাড়ির শান্তনা বেগম ও কৃষক আলমাস ওই দৃশ্য দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। মামলায় বাদী আরও উল্লেখ করেন, তার ছেলেদের আটকে রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঘটনার প্রাথমিক সত্যতা রয়েছে বলে উল্লেখ করে নাজিরপুর থানর ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, থানায় মামলা হয়েছে এবং আসামী পান্না সেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত পান্না সেখ বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।

এ দিকে সোমবার পিরোজপুরের এ এস পি সার্কেল (সদর) মোল্লা আজাদ ঘটনাস্থল পরিদর্শণ শেষে জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এ বর্বোরিচিত ঘটনার বিচার অবশ্যই হবে। মামলার আসামী পান্না সেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বাদী আকিকুর রহমান জানান, পান্না সেখের সাথে তার কোন শত্রুতা নাই। কিন্তু কেন সে একাজ করল এটা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, সোমবার থানায় মামলা করলেও মুলত মামলাটি এজাহাভুক্ত হয়েছে আজ মঙ্গলবার। এদিকে থানায় মামলার খবর পেয়ে পান্না সেখ সেই কুকুরের খাচাঁটি সরিয়ে ফেলেছেন। পুলিশ কোথাও খাঁচাটি খুজে পায়নি ।

পিরোজপুরের নাজিরপুরে দুই শিশু সহোদরের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। নির্যাতনের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায়, বরইবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মলয় মালাকার, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম ও ভুক্তভোগী দুই সহোদরের বাবা আকিকুর রহমান।
এ সময় দুই সহোদরের নির্যাতনে জড়িত ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পান্নাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...